বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায় আজ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪২ তম জন্মাষ্টমী উদয্যাপন করছেন। এ উপলক্ষে বৃষ্পতিবার সকাল ১০টায় দুই নং রেইল গেট থেকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন), জেলা ও মহানগর পূজা উদয্যাপন পরিষদের এর উদ্যোগে একটি বর্নাঢ্য র্যালী বের করেন।
দিনটি উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছেন। জন্মাষ্টমীর দিনটি সরকারি ছুটির দিন। নারায়ণগঞ্জের বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা, তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও তারকব্রহ্ম নামযজ্ঞেরও আয়োজন করা হয়েছে। মন্দির ছাড়াও ঘরে ঘরে ভক্তরা উপবাস থেকে জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা ও পূজা করবেন।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রার বেলুন ও পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একে এম সেলিম ওসমান। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, জেলা পুলিশ সুপার মঈনুল হক, জেলা সিভিল সার্জন ড. আশুতোষ দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এড খোকন সাহা, সহ সভাপতি মো. রবিউল হোসেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ এর সভাপতি গোপিনাথ সাহা , এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা, জেলা পূজা উদয্যাপন পরিষদের সভাপতি শঙ্কর কুমার সাহা, সাধারণ সম্পাদক সুজন সাহা, মহানগর পূজা উদয্যাপন পরিষদের প্রধান উপদেষ্টা বাসুদেব চক্রবর্তী, মহানগর এর সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সহ সভাপতি কমলেশ সাহা, যুগ্ম সম্পাদক উওম সাহা, সাংগঠনিক চন্দন পাল, কোষাধ্যক্ষ সুশীল দাস, হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মানিক চন্দ্র সরকার, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধু নাগ মহাশয়ের আশ্রমের সভাপতি শ্রী সরোজ কুমার সাহা ও সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য, জেলা জাগো হিন্দু পরিষদ এর সহ সভাপতি অজয় দাস , সাধারণ সম্পাদক সুজন সাহা, ফতুল্লা পূজা উদয্যাপন পরিষদের সভাপতি শঙ্কর কুমার সাহা, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদয্যাপন পরিষদের আহবায়ক অঞ্জন দাস, বন্দর থানা পূজা উদয্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল প্রমুখ।
এ সময়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সদর, বন্দর, ফতুল্লা, রুপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ ও আড়াইহাজার উপজেলার হাজার হাজার সনাতন ধর্মের মানুষ সকালের প্রথম প্রহরে ডাক ঢোল ও সাউন্ড সিস্টেমে বাজিয়ে ধমীয় সংগীত গেয়ে র্যালী নিয়ে এসে জড় হয় দুই নং রেইল গেট চত্বরে। এরপর শুভ উদ্বোধন শেষে একটি বন্যার্ঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের দুই নং রেইল গেট চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে র্যালীটি লক্ষী নারায়ণ আখড়ায় এসে সমাপ্ত হয়।
