বিজয় বার্তা ২৪ ডট কম
না.গঞ্জ সদর উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাদের অংশগ্রহণে “বন্যপ্রাণী পাচার ও আইনের বাস্তবায়ন” শীর্ষক কর্মশালা বৃহস্পতিবার সকালে সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমীন জেবিন বিনতে শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বন বিভাগের উপ বন সংরক্ষক মোঃ সাহাবউদ্দিন।
বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জাকির হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মমিনুল হক ও উপজেলা কৃষি কর্মকর্তা আঃ গাফ্ফার প্রমূখ।
স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় ছিলেন বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক আবদুল্লাহ-আল-সাদিক।