বিজয় বার্তা ২৪ ডট কম : কোরবানির পশুর বর্জ্য ও রক্তের দ্বারা পরিবেশ দূষণ রোধে নাসিকের বিভিন্ন ওয়ার্ডে ব্লিচিং পাউডার ছিটালো মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ মহানগর নেতৃবৃন্দ।
কোরবানির পশু জবাইয়ের পর অনেকের অবহেলার কারণে জবাই কৃত পশুর বর্জ্য ও রক্ত পঁচে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষণ হয়।
কোরাবানীর পশুর বর্জ্য ও রক্তের মাধ্যমে পরিবেশ দূষণ রোধে ২’রা আগষ্ট রোজ রবিবার পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা, সিদ্ধিরগঞ্জ থানা ও বন্দর থানার বিভিন্ন ওয়ার্ডে ব্লিচিং পাউডার ছিটিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ মহানগর শাখার নেতৃবৃন্দ, উক্ত কর্মসূচির ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি সৈকত বাপ্পী, সহ-সভাপতি কামরুল ইসলাম ও দপ্তর সম্পাদক গোলাম হায়দার সজীব’র নেতৃত্বে রবিবার সকাল ১০:০০ ঘটিকায় সদর থানার আওতাধীন বিভিন্ন ওয়ার্ডে ব্লিচিং পাউডার ছিটানো হয়।
এসময় স্বেচ্ছাসেবী হিসেবে ব্লিচিং পাউডার ছিটানোর কাজে অংশগ্রহণ করেছেন ১৭ নং ওয়ার্ড মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি ইকরামুল হোসেন অয়ন, সাধারণ সম্পাদক আমির হামযা অয়ন, সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ হোসেন রিমন, গাজী জাহিদ, নীরব আদনান, কাওছার হাসান।
এদিকে একই কর্মসূচীর ধারাবাহিকতায় একই সময়ে মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মোঃআরিফ হোসেন ঢালী ও যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন এর নেতৃত্বে রবিবার সকাল ১০.০০ঘটিকা থেকে সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন বিভিন্ন ওয়ার্ডে ব্লিচিং পাউডার ছিটানো হয়।
এসময় সেচ্ছাসেবী হিসেবে উপস্থিত থেকে কাজ করেছেন মোঃআরিফ মাহমুদ , জুয়েল প্রধান মোঃ আবির ঢালী,আব্দুর রহমান, জিহাদ সহ নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীবৃন্দ। মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক শেখ সুমনের নির্দেশনায় রবিবার সকাল ৯:০০ ঘটিকা থেকে নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন বন্দর থানার বিভিন্ন ওয়ার্ডে মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ মহানগর ২৫ নং ওয়ার্ড শাখার নবনির্বাচিত সভাপতি মাঈদুল ইসলাম, সাধারণ সম্পাদক সায়মন খান সুমন ও সাংগঠনিক সম্পাদক আরাফাত সাউদ হৃদয়ের নেতৃত্বে বিভিন্ন স্থানে ব্লিচিং পাউডার ছিটানো হয় এসময় সেচ্ছাসেবী হিসেবে অংশ গ্রহণ করেন মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ মহানগর, ২৫নং ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ।
ইতি মধ্যে নারায়গঞ্জে বিভিন্ন সমাজ সেবা মূলক কাজে অংশগ্রহণ করে নারায়ণগঞ্জের সর্ব মহলে প্রশংসা কুড়িয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ মহানগর কমিটি।