বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে নতুন ৩ জন মারা গেছেন। জেলায় গত চব্বিশ ঘন্টায় এক ব্যাংক কর্মকর্তা, দুই পুলিশ সদস্য সহ ৬৬ জন করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই পর্যন্ত জেলায় মোট মৃত্যু ৯৩ ও মোট আক্রান্ত ৩৭৭১ জন। এই তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিস। জেলায় নতুন কোন করোনা রোগী সুস্থ্য হয়নি। মোট ১০৮০ জন করোনা রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। জেলায় গত চব্বিশ ঘন্টায় ৫৮৭ জন সহ মোট ১৬৯৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জে একটি কুচক্রি মহল পুরো জেলা লকডাউন করা হয়েছে বলে ফেসবুকে এমন গুজব ছড়িয়ে দেয়। পরে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার তিনটি এলাকার আংশিক লকডাউন করা হয়েছে। এখন পর্যন্ত পুরো জেলা লকডাউনের সিদ্ধান্তে তারা আসতে পারেনি।