বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে নতুন করে ১০৮ র্যাব সদস্য ও ১০ জন জেলা কারারক্ষী সহ ২৩২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। জেলায় গত চব্বিশ ঘন্টায় কোন মৃত্যু নেই। নতুন করে ৬৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই পর্যন্ত জেলায় মোট মৃত্যু ৯৩ ও মোট আক্রান্ত ৩৮৩৮ জন ও মোট সুস্থ ১৩১২ জন। বিষয়টি জেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছেন। এছাড়া জেলায় গত চব্বিশ ঘন্টায় ৬৬৯ জন সহ মোট ১৭৬২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে করোনার প্রাদুর্ভাব অনুযায়ী নারায়ণগঞ্জের তিনটি এলাকা রেডজোন চিহ্নিত করে লকডাউন ঘোষনা করলেও তিনদিন পর হঠ্যাৎ করেই সেই লকাডাউন প্রত্যাহার করে জেলা প্রশাসন। পরে রুপগঞ্জের একটি ইউনিয়ন রেডজোন চিহ্নত করা হয়েছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। আগামাী শনিবার থেকে তা কার্যকর করা হবে বলে জানায় কর্তৃপক্ষ।