বিজয় বার্তা ২৪ ডট কম
ষোল কোটি মানুষের জন্য দৈনিক যায়যায়দিন পত্রিকার ১ যুগ পেরিয়ে ১৩ বছরে পদার্পণ উপলক্ষে নারায়ণগঞ্জে কেক কেকে পত্রিকার প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়েছে। আর যায়যায়দিন পত্রিকার সাফল্য কামনা করেছেন সাংবাদিক নেতৃবৃন্দরা।
শনিবার (৯ জুন) বাদ মাগরিব শহরের চাষাঢ়াস্থ অবস্থিত নিউজ নারায়ণগঞ্জ২৪ডট নেট অফিসে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়।
অনুষ্ঠানে দৈনিক যায়যায়দিন পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো: শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি দিলীপ কুমার মন্ডল, নিউজ নারায়ণগঞ্জ২৪ডট নেটের নির্বাহী সম্পাদক মো: তানভীর হোসেন, দৈনিক আলোকিত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শরীফ সুমন, দৈনিক নয়াদিগন্ত নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হাসান আহম্মেদ, দৈনিক যুগান্তর ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধান, দৈনিক সমকালের ফটো সাংবাদিক মেহেদী হাসান সজিব, আজকালের খবর পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো: মামুন মিয়া, ডেইলি স্টার পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সনদ সাহা সানী, সাংবাদিক আরিফ হোসাইন কনক, সাংবাদিক শ্রাবন প্রমুখ।
অনুষ্ঠানে সাংবাদিকরা বলেন, যায়যায়দিন পত্রিকা সব সময় মানুষের কথা বলে। সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করে। একসময়ে পত্রিকাটি সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। পত্রিকার সংবাদের জন্য মানুষ একটু হলেও হাতে তুলে প্রকাশিত সংবাদ পড়ার ইচ্ছেপোষন করতেন। আমরা চাই পত্রিকার যেই সুনাম রয়েছে কর্তৃপক্ষ যেন সেই সুনাম ধরে রাখেন। আর যায়যায়দিন পত্রিকার সাফল্য কামনা করেন তারা।