বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে বরাদ্দকৃত ১লাখ ৫৬ হাজার করোনা প্রতিষেধক ডোজ এসে পৌঁছেছে। মঙ্গলবার রাতে জেলা সিভিল কার্যালয়ে ঢাকা থেকে ফ্রিজারভ্যানে করে এই ভ্যাকসিন এসে পৌছায়। এই ভ্যাকসিন গ্রহন করে সিভিল সার্জন কার্যালয়ের ভান্ডারক্ষে রাখা হবে বলে জানান সিভিল সার্জন। এসময় উপস্থিত ছিলেন, জেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলামসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের প্রতিনিধিরা। আগামী ৭ ফেব্রুয়ারী দেশব্যাপি কর্মসূচির সাথে একযোগে জেলার ৬ টি স্থানে করোনার ভ্যকাসিন দেওয়া শুরু হবে । জেলার খানপুর ৩’শ শয্যা হাসপাতাল, সদর জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) এবং সদর ব্যতিত বাকি চারটি উপজেলায় এই ভ্যাকসিন দেওয়া হবে’। শুধুমাত্র নিবন্ধিত ব্যক্তিদেরকেই দেয়া হবে এই ভ্যাকসিন। অনিবন্ধিত কাউকে এই ডোজ দেয়া হবে না। এ ব্যাপারে ইতিমধ্যেই জেলা ও উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে। আগামি দুই একদিনের মধ্যে তাদের প্রশিক্ষণ পর্ব শেষ হবে বলে জানান তিনি জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ।