বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ৫০৮ জনে। আইইডিসিআর এর সূত্র মতে গত চব্বিশ ঘন্টায় আক্রান্তে হয়েছে ৩৯ জন। যার গতকাল সংখ্যা ছিল ৪৬৯ জন।
এছাড়া জেলায় গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে তিনজন মৃত্যুবরন করেন। জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র মত এই পর্যন্ত ৩৫ জন মৃত্যুবরন করেছেন এই জেলায়। ১৪০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই পর্যন্ত ১৬ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।
এদিকে আজ দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাত দুজন বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এছাড়া শহরের মাসদাইর এলাকার নয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীর করোনা প্রভাবে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল থেকে চিকিৎসা না পেয়ে রাস্তাই ওই প্রসূতির মৃত্যু হয়। পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।