বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে করোনায় গত চব্বিশ ঘন্টায় ৫৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হলেন মোট ৫ হাজার ১৪৮ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ১১৪ জন। গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন কোন মৃত্যু নেই। মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়।জেলায় এই পর্যন্ত মোট ২৫ হাজার ১৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪১৮ জনের। করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ২ হাজার ৯৬২ জন।