বিজয় বার্তা ২৪ ডট কম
এক ব্যাংক কর্মকর্তা, এক ডাক্তার সহ নারায়ণগঞ্জে করোনায় নতুন করে ৩৮ জন আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত দাড়ালো ১৪১৩ জনে। এছাড়া নতুন করে ২ জন সহ মোট ৫৯ জন করোনায় মৃত্যুবরন করেছেন।এদিকে জেলায় গত চব্বিশ ঘন্টায় ৩৪০ জন সহ মোট নমুন সংগ্রহ করা হয়েছে ৫৩৭১ জন বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিস। সোনারগাঁ উপজেলার সোনালী ব্যাংক শাখার এই কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায় ব্যংকটি লকডাউন করে দেওয়া হয়েছে। এছাড়া ৩’শ শয্যার করোনা হাসপাতালের এই চিকিৎসক রোগীদের সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়।
এদিকে সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিল্পী আক্তারের পরিবারের ১৭ জন ও আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনায় আক্রান্ত ১৪ জন সহ গত চব্বিশ ঘন্টায় ৩৮ সুস্থ্য হয়ে উঠেছেন। জেলায় এই পর্যন্ত মোট ১৯৮ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।
নারায়ণগঞ্জে ৩৫তম বিসিএস এর ২৫ জন চিকিংসক করোনা চিকিৎসায় যোগদান করেছেন। সিভিল সার্জন জানায়, আজ বুধবার ১৫ জন করোনা হাসপাতালে খানপুর ৩’শ শয্যায় দায়িত্ব পালন করবেন এবং প্রতিটি উপজেলার স্বাস্থ কমপ্লেক্স ২ জন করে দায়িত্ব পালন করবেন।