বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে ক্রমশই ভয়াবহ রুপ ধারন করছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। হু হু করছে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। প্রানঘাতি করোনা ভাইরাসে নারায়ণগঞ্জে নতুন করে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় নতুন আরো ২৫ জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট মৃত্যু ৪৮ জন ও মোট আক্রান্ত ১০২৬ জন।গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬৪ জনের। সিটি করপেরেশন এলাকায় করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশী। রবিবার জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য জানান। জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪৭ জন। এই পর্যন্ত জেলায় মোট ৩৩৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।