বিজয় বার্তা ২৪ ডট কম
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বন্দর থানা ফাড়ির কনস্টেবল মো. রফিকুল ইসলাম মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান কনস্টেবল রফিক করোনা ছাড়াও বিভিন্ন জটিল রোগে ভোগছিলেন। গতকাল হাসপাতালে চিকিৎসাদীন অবস্থায় সে মারা যান। জেলায় নতুন করে ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত এই পর্যন্ত জেলায় মোট মৃত্যু ১০৭ জন ও মোট আক্রান্ত ৪৭২৬ জন। জেলায় মোট ২৪৭১ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ। এছাড়া জেলায় নতুন ২৮৬ জন সহ মোট ২২৩৪৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।