বিজয় বার্তা ২৪ ডট কম
দয়াল নবী করিম হযরত মুহাম্মদ(সাঃ) এর শুভ জন্মদিন উপলক্ষে জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপন কমিটি নারায়ণগঞ্জ জেলার আয়োজনে ও সৌজন্যে শহীদ বাপ্পী সৃত্মি সংসদের মঙ্গলবার সকাল ১০টায় শহরের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সংলগ্ন এলাকা থেকে বিশাল র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে চাষাঢ়া হয়ে ডনচেম্বার এলাকায় ঈশাখাঁ রোড ও মেট্রো হল হয়ে কালিবাজার হয়ে আবারও নগর ভবনের সামনে এসে সমাপ্ত হয়।
এ সময়ে র্যালীতে অংশ গ্রহণ করেন, বাংলাদেশ আহলে, সুন্নত জামাতের সভাপতি ও ইসলামী ফন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান পীর সাহেব ইমানে রাব্বনী বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী, আহলে সুন্নত জামাতের সাধারণ সম্পাদক জাহেন শাহ, জশনে জুলুসে ঈদ-এ- মিলাদুন্নবী উদযাপন কমিটি জেলা সভাপতি আনোয়ার হোসেন, সহ সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, ইসলামী ফন্ট বাংলাদেশ জেলা আহবায়ক শাহ জামাল, জেলা ইসলামী ছাত্রসেনার সভাপতি রাহাত হাসান, জেলা হিজবুল রাসুলের সভাপতি রহমত উল্লাহ সেন্টু, মহানগর ছাত্রসেনার সভাপতি গোলাম মোস্তফা, মাওলানা শহিদুল ইসলাম সহ অনেকেই।
পরিশেষে নবী করিম হযরত মুহাম্মদ(সাঃ) জীবনী নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ বয়ান করেন এবং বাংলাদেশ তথা বিশ্বের মুসলিম উম্মতের শান্তি কামনা করে মোনাজাত পরিবেশন করেন পীর সাহেব ইমানে রাব্বানী বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী।