বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জবাসীকে জাতীয় মৎস সপ্তাহ পালন করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মর্জিনা বেগম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)গাউছুল আজম, জেলা মৎস্য অধিদপ্তর এর সিনিয়র সহ পরিচালক জাহিদ হোসেন, সহ পরিচালক আজিজুল হক খান, সহকারী নজরুল ইসলাম প্রমূখ।
জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা বলেন, আমরা নিজস্ব উদ্যোগে ভূলতা গাউছিয়া মার্কেটের পিছনে সাড়ে ২৮ বিঘা দিঘি তৈরি করেছি। এটিকে আমরা কাচারি দিঘি বানিয়েছে। এখানে সকল মানুষের জন্য উন্মুক্ত গোসলের ব্যবস্থা করা হয়েছে। আমরা জেলা প্রশাসকের উদ্যোগে এখানে মাছের চাষ করার উদ্যোগ গ্রহণ করেছি। এই দিঘি থেকে মাছ চাষ করে যা আয় হবে তা সরকারের ফান্ডে জমা করা হবে। এর মাধ্যমে আমরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে সরকারকে অর্থনৈতিক ভাবে আয় করে দিতে পারবো। পরিকল্পনা অধিদপ্তর এর কাছে আরও তিন বিঘা জমি আছে তাও আমরা নিয়ে মাছ চাষ করার পরিকল্পনা হাতে নিয়েছি। মৎস্য অধিদপ্তর এর সহযোগিতায় আমরা এটিকেও মাছ চাষ করার উদ্যোগ গ্রহণ করেছি।
তিনি আরো বলেন, আমাদের দেশে ইলিশ মাছ উৎপাদন বেড়ে চলেছে। আজ বিদেশীরা পর্যন্ত এই ইলিশ মাছ উৎপাদন করার আগ্রহ প্রকাশ করেছেন। ইলিশ মৌসুমে এক মাস মাছ ধরা বন্ধ থাকে বরিশাল ও চাঁদপুর এলাকায় তখন ঐ এলাকার জেলেদের পূর্ণবাসন ও আর্থিক সাহায্য সহযোগীতা এবং রেশনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আগামীকাল থেকে সপ্তাহিক ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ কর্মসূচি পালন করবেন নারায়ণগঞ্জ মৎস্য অধিদপ্তর ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। নারায়ণগঞ্জের সকল মানুষদের এই মৎস্য সপ্তাহ কর্মসূচি পালন করার আহ্বান জানান ডিসি। আগামীকাল সকাল নয়টায় জেলা প্রশাসক এর কার্যালয় থেকে র্যালীর মাধ্যমে সপ্তাহ ব্যাপী মৎস্য সপ্তাহের কর্মসূচির শুরু করা হবে।

