নারায়ণগঞ্জ জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২ জানুয়ারি) পৌনে ১২ টার দিকে বিএনপির মিডিয়া সেলের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এই কমিটির অনুমোদন দেন।
জেলা বিএনপির কমিটিতে আহ্বায়কের দায়িত্বে আছেন মোঃ মামুন মাহমুদ ও প্রথম যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে আছেন মাসুকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে আছেন জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন।
এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর দলটির গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত করা হয়। এই কমিটিতে ২০২৩ সালের ১৮ জুন জেলা বিএনপির এক সম্মেলনে সাবেক সংসদ সদস্য মো. গিয়াস উদ্দিনকে সভাপতি ও গোলাম ফারুক খোকনকে সাধারণ সম্পাদক করা হয়। এরপর ৫ আগষ্টের পট-পরিবর্তনের পর জেলার বিভিন্ন নেতাকর্মীর নামে চাঁদাবাজি, দলখবাজি এবং টাকার বিনিময়ে বিভিন্ন অপরাধীদের আশ্রয় ও রক্ষা করার অভিযোগ ওঠে। তার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করে দেয় কেন্দ্রীয় বিএনপি। সেই কমিটির সুপারিশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।