বিজয় বার্তা ২৪ ডট কম
২৫ ডিসেম্বর শুভ বড়দিন। সারাবিশ্বের খ্রিস্ট বিশ্বাসীরা এই দিনকে যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন হিসাবে উদযাপন করে থাকেন। এই দিন সৃষ্টিকর্তা স্বয়ং ঈশ্বর ত্রি-ব্যক্তি পরমেশ্বর তাঁর দ্বিতীয় ব্যক্তি এবং পুত্র যিশুর মধ্য দিয়ে মানবদেহ ধারণ করেছেন বলেই খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের মহোৎসব শুভ বড়দিনে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বিবি রোডে সাধু পোলের গির্জায় বসেছে সম্প্রীতির মেলবন্ধন। ধর্ম-বর্ণ নির্বিষেশে সকলের উপস্থিতি ‘ধর্ম যার যার, উৎসব সবার’ কথাটিরই যেন জানান দিচ্ছে। শুধু তাই নয়; সকল ধর্মের বিশ্বাসীদের উপস্থিতিতে বড়দিনের অনুষ্ঠান সম্প্রীতির উৎসবে পরিণত হয়েছে।
রবিবার সকাল আটটায় ক্যারলস গানের (নগর সংগীত) মাধ্যমে শহরের সাধু পোলের গির্জায় বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল এগারোটার দিকে কেক কেঁটে বড় দিন উদযাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিম উদ্দিন হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) ফারুক হোসেন, এসপি সরফুউদ্দিন আহমেদ, জেলা খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি পিন্টু পলিকাপ পিউরিফিকেশন সহ অন্যান্যরা।
জেলা প্রশসক রাব্বি মিয়া বলেন, আমরা যে মানুষ এটিই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা নারায়ণগঞ্জকে একটি রোল মডেল হিসেবে স্থাপন করতে চাই এবং আপনাদের সকলের সহযোগিতা চাই।
তিনি বলেন, দেশ বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো। আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে বড় দিনের শুভেচ্ছা জানাচ্ছি।