বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময়ে জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, আমি পূর্বে যত জায়গায় কর্মরত ছিলাম সব জায়গাতেই সাংবাদিকদের সাথে আমার সুসম্পর্ক ছিল। আশা করি নারায়ণগঞ্জের সাংবাদিকদের সাথে আমার সুসম্পর্ক গড়ে উঠবে এবং আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য কাজ করতে গিয়ে আমাদের অনেক সময়ে ভূল ত্রুটি হতে পারে তাকে অন্য ভাবে না লিখে এই ভূলগুলো সঠিক করার জন্য সুযোগ দিতে হবে। আমাদের উন্নয়ন করতে গিয়ে যদি কোন আইনী সমস্যা না থাকে তাহলে সকল উন্নয়নের জন্য আমরা কাজ করব। বাংলাদেশের সরকারের গৃহীত সকল কর্মসূচি নারায়ণগঞ্জে আমরা সবাই মিলে মিশে পালন করব। বাংলাদেশে জঙ্গীবাদ একটি নতুন মাত্রা হিসেবে যোগ হয়েছে এবং সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সোচ্চার ও ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বাংলাদেশের অর্থনৈতিক ৩৫ ভাগ আয়র আসে এই নারায়ণগঞ্জ হতে। এদেশের অর্থনীতিকে সচল রাখতে আমাদের গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে হবে। তাহলে আমাদের বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উচু হয়ে উঠবে।
তিনি আরও বলেন, যতদিন নারায়ণগঞ্জে আছি ততদিন নারায়ণগঞ্জের উন্নয়নে মাধ্যমে ১০০ ভাগ সেবা প্রদান করে যাব। নারায়ণগঞ্জের উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন। নারায়ণগঞ্জের উন্নয়নে জন্য অন্যান্যদের পাশাপাশি সাংবাদিকদের সাহায্য সহযোগিতা করতে হবে। এই দেশকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলে বিশ্বের কাজে তুলে ধরতে হবে।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ স্থানীয় সরকার মন্ত্রণালয় এর উপ সচিব মো. আলী আকবর, অতিরিক্ত জেলা মেডিষ্ট্রেট মো. সারোয়ার হোসেন, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এস এম নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আযম, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শাহিন আরা বেগম, জেলা তথ্য অফিসার জাকির হোসেন প্রমূখ।
