বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে শহরের মার্কেটগুলোতে ক্রেতা ও বিক্রেতার সামাজিক দূরত্ব বজায় রাখতে অভিযান পরিচালনা করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)নাহিদা বারিক। বৃহষ্পতিবার দুপুরে শহরের চাষাঢ়া ও ডিআইটি এলাকার বেশ কয়েকটি মার্কেটে সেনাবাহিনীকে সাথে তিনি এই্ অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে শপিং করা যাবে কিন্তু কোন বাচ্চা ও প্রাইভেট কার সাথে নিয়ে আনা যাবে না। সেই সাথে দোকানদার বলা হয়েছে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সুরক্ষা ব্যবস্থা করে ব্যবসা পরিচালনা করতে। তবে সরজমিনে মার্কেটগুলোতে স্বাস্থ্য সুরক্ষার তেমন বালাই দেখা যায়নি। এছাড়া ক্রেতারাও মানছেন না স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি। নারী ও পুরুষ ক্রেতারা শপিং করতে তাদের বাচ্চাদের সাথে নিয়ে আসছেন।
মার্কেটে বাচ্চা নিয়ে আসা ক্রেতাদের তাদের সন্তানদের শপিং করতে না নিয়ে আসার অনুরোধ জানান এবং যথা সম্ভব ঘর থেকে না বের হওয়ার অনুরোধও করেন তিনি। ক্রেতা বিক্রেতা উভয়কেই সামাজিক দূরত্ব বজায় রাখতে সতর্ক করেন সদর ইউএনও নাহিদা বারিক। সেই সাথে সামাজিক দূরত্ব ও সুরক্ষার ব্যবস্থা না হলে মার্কেটগুলো বন্ধ করে দেওয়া হবে বলে কঠোর হুশিয়ারী করেন এই সদর ইউএনও।
এদিকে নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে নতুন করে ৬২ জন সহ মোট ১৪৭৫ জন আক্রান্ত হয়েছেন। গত চব্বিশ ঘন্টায় নতুন কোন মৃত্যু নেই। জেলায় মোট মৃত্যু ৫৯ জন। এছাড়া জেলায় ৮১ জন সহ মোট ১৫৯ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।