বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে সাংগঠনিক মাস-২০১৬ উপলক্ষ্যে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) বিকাল ৫ টায় বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার সংগঠন উপ-পরিষদের উদ্যোগে সাংগঠনিক মাস সেপ্টেম্বর ২০১৬- এর সমাপনী অনুষ্ঠান জেলা সভাপতি লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে ১৮ নং নবাব সলিমুল্লাহ রোডস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমাপনী সভায় বক্তব্য প্রদান করেন জেলার সাবেক সভাপতি আন্জুমান আরা আকসির, সহ-সভাপতি রীনা আহমেদ ও কৃষ্ণা ঘোষ, সাধারন সম্পাদক এডভোকেট হাসিনা পারভীন, সহ-সাধারন সম্পাদক রহিমা খাতুন, সংগঠন সম্পাদক প্রীতিকণা দাস, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম, শহর কমিটির সাধারন সম্পাদক শোভা সাহা।
নেত্রীবৃন্দ বলেন- ১৯৭০ সালের ৪ এপ্রিল বাংলাদেশ মহিলা পরিষদ কবি সুফিয়া কামালের নেতৃত্বে গড়ে উঠে। এই সুদীর্ঘ সময় ধরে মহিলা পরিষদ নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যার ফলশ্রুতিতে আজ বিভিন্ন ক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে, নারীরা গুরুত্বপূর্ণ কর্মে অধিষ্ঠিত হচ্ছে। তার ধারাবাহিকতায় সংগঠনকে আরো শক্তিশালী করার প্রত্যয় নিয়ে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো প্রসারিত করার মানসে মহিলা পরিষদ প্রতি বছরের ন্যায় নানা কর্মসুচীর মধ্য দিয়ে সারা দেশব্যাপী একযোগে সাংগঠনিক মাস (সেপ্টেম্বর ২০১৬) পালন করছে। নারায়ণগঞ্জ জেলা ২০টি কর্মসূচী পালন করেছে। আর্থিক সংকট থাকা সত্ত্বেও সকল সদস্যদের সহযোগিতায় কর্মসুচী পালন সম্ভব হয়েছে। কর্মসুচী বাস্তবায়নের জন্য কর্মী-সংগঠকেরা অক্লান্ত পরিশ্রম করেছেন, জেলার বিভিন্ন এলাকায় ছুটে বেড়িছেন, এলাকার নারী-পুরুষের মধ্যে এর সুপ্রভাব লক্ষ্য করা যাচ্ছে, সংগঠনের প্রতি আস্থা বৃদ্ধি পাচ্ছে। সভায় কর্মসুচী সফল করার জন্য সকল কর্মী-সংগঠকদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন কমিটির সদস্য উপস্থিত ছিলেন। আলোচনার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীত পরিবেশন করেন দীপা রায়।