বিজয় বার্তা ২৪ ডট কম
করোনায় নারায়ণগঞ্জে গত চব্বিশ ঘন্টায় থেমেছে মৃত্যুর সংখ্যা। বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত চব্বিশ ঘন্টায় ৪৩ জন সহ মোট আক্রান্ত ৫৪২ জন। এই পর্যন্ত মোট মারা গেছে ৩৫ জন। জেলায় মোট ১৫৬৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন। এসব তথ্য নিশ্চিত করেন জেলা স্বাস্থ্য বিভাগ।
এদিকে করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত হচ্ছে নারায়ণগঞ্জের খানপুর ৩’শ শয্যা হাসপাতালটি। এখানে বর্তমানে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ কার্যক্রম চালু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালটির ভারপ্রাপ্ত সুপার সামসুদ্দোহা সঞ্চয়। হাসপাতালের পক্ষ থেকে এ বিষয়ে একটি হটলাইন চালু করা হয়েছে। নমুনা সংগ্রহের জন্য এই নাম্বার ০১৭১১০৭৫৯৩১ ও চিকিৎসা ও আক্রান্তের ভর্তির জন্য ০১৯০৯৪০৩০৫৮
এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রতিদিন ৩০ জনের নমুনা সংগ্রহ করা হবে। পরে এই নমুনাগুলো ঢাকায় আইইডিসিআর এ প্রেরণ করা হবে। ল্যাব স্থাপনের পর এখানেই নমুনা সংগ্রহ ও পরীক্ষা এখানেই করা হবে বলা জানান হাসপাতাল কর্তৃপক্ষ।