বিজয় বার্তা ২৪ ডট কম
গভর্নমেন্ট এন্ড কন্ট্রাক্টর ফোরাম ও ক্রয় সংলাপ ফোরাম গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রজেক্ট-২ (দ্বিতীয় সংশোধিত) ও প্রকিউরমেন্ট সেন্ট্রাল টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ ), আইএমইডি, পরিকল্পনা মন্ত্রণালয় এর উদ্যোগে বুধবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর কার্যালয়ে এই ফোরাম গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয় আইএমই বিভাগীয় সচিব ফরিদ উদ্দিন আহমদ চৌধুরী, বিশেষ অতিথি পিএইচডি, লীড প্রকিউরমেন্দ স্পেশালিস্ট , বিশ্ব ব্যাংক ড. জাফরুল ইসলাম, সিপিটিইউ পরিচালক মো. আজিজ তাহের খান, বিসিসিপি সিনিয়র ডিপুটি ডিরেক্টর মিজ খাদিজ বিলকিস , নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ড. আশুতোষ দাশ ।
এসময় বক্তারা বলেন, ক্রয় সংলাপ ফোরাম সরকারি ক্রয়কারী ও কন্ট্রাকটর দের মধ্যে মত বিনিময়ের জন্য এক দ্বি-পাক্ষিক প্লাটফর্ম। সরকারি ক্রয় প্রতিক্রিয়া ক্রয়কারী ও কন্ট্রাক্টর সমান গুরুত্বপূর্ণ। যথাসময়ে ও সফল ভাবে চুক্তি সম্পন্ন করার জন্য উভয় পক্ষের মধ্যে একটি আস্থার সম্পর্ক প্রতিষ্ঠা করা জরুরি। কারন চুক্তিতে দু’পক্ষেরই অধিকার ও দায়িত্ব বিদ্যমান। চুক্তির শর্তের সীমানাকে অক্ষুণ্ণ রেখে ক্রয়কারী ও কন্ট্রাক্টরের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে পারলে চুক্তির সফল বাস্তবায়ন সহজতর হয়। সে লক্ষ্যে সিপিটিইউ দেশের সকল জেলায় ক্রয়কারী ও কন্ট্রাক্টরদের জন্য ক্রয় সংলাপ ফোরাম গঠনে সহায়তা করছে। সংশ্লিষ্ট জেলার কয়কারী প্রতিষ্ঠা সমূহ ও কন্ট্রাক্টরগণই এ ফোরামের সদস্য। নির্দিষ্ট সময় পর পর তারা দ্বি-পাক্ষিক বৈঠকে বসবেন। আলোচনার মাধ্যমে সরকারি ক্রয় প্রতিক্রিয়ায় উদ্ভূত বিভিন্ন অস্পৃষ্টতা নিরসন করবেন। এর ফলে ক্রয় কার্যক্রম আরও গতিশীল হবে। সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে উভয় পক্ষের অধিকার ও দায় পূরণ নির্বাচিত হবে। চুক্তি বাস্তবায়ন হবে সফল ।
আলোচনা সভা শেষে নারায়ণগঞ্জে ৫০তম গভর্নমেন্ট এন্ড কন্ট্রাক্টর ফোরাম ও ক্রয় সংলাপ ফোরামের সিদ্ধান্তে মো. আকরামুল কবির কে আহবায়ক ও মো. জাহিদুল ইসলাম কে সদস্য সচিব করে ১৭জন বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন হয়।
