বিজয় বার্তা ২৪ ডট কম
করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সুপারসহ ১৩জন আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির প্রধান চিকিৎসা তত্ত্বাবধায়ক (সুপার) ডা. গৌতম রায়।
সুপার জানান, আমরা আক্রান্ত হচ্ছি, আমি নিজেও করোনা পজিটিভ হয়েছি আজ। আইসোলেশনে আছি। তবে আমাদের কার্যক্রমে একটুও ভাটা নেই। নতুন টিম, বিকল্প সব মিলিয়ে আমরা পুরোদমে কাজ করে যাচ্ছি।
এদিকে পুলিশ সুপার জয়েদুল আলমের গাড়ী চালক কন্সটেবলও আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার। এসপি জানান, যতদিন সুস্থ আছি করোনা মোকাবেলার যুদ্ধে শামিল থাকবো।
এ পর্যন্ত জেলায় মোট মারা গেছেন ১৩ জন। এছাড়া গত চব্বিশ ঘন্টায় করোনা উপসর্গ সহ নানা রোগে মারা গেছেন চারজন। এদিকে গত চব্বিশ ঘন্টায় ৫০ জন সহ মোট আক্রান্ত হয়েছেন ২১৪ জন।
এছাড়া জেলায় বেসরকারীভাবে দুটি স্থানে চারটি করে মোট আটটি বুথে নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং সরকারীভাবে আইইডিসিআর এর দুটি ইউনিট নমুনা সংগ্রহের কাজ করছেন। নমুনা সংগ্রহ বৃদ্ধি করা হলে জেলার চিত্র হতে পারে আরো ভয়াবহ। এমতাঅবস্থায় নারায়ণগঞ্জে ল্যাব স্থাপন করা জরুরী হয়ে পরেছে বলে দাবি করেছেন নারায়ণগঞ্জবাসী।