বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে ১০ পোশাক শ্রমিকসহ নতুন ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে জেলায় গত চব্বিশ ঘন্টায় কোন মৃত্যু নেই। এ নিয়ে জেলায় মোট মৃত্যু ৬৩ ও মোট আক্রান্ত ১৬৫৮ জনে দাড়ালো। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিস। জেলায় গত চব্বিশ ঘন্টায় ৪৯ জন সু্স্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। সর্বমোট ৪৭০ জন সুস্থ্য হয়ে ফিরেছেন। জেলায় নতুন ৪৪৬ জন সহ মোট ৬৯৬৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে আড়াইহাজার ও সোনারগায়ে ঔষধ ও কাচাবাজার সকল মার্কেট বন্ধ ঘোষনা করেছে উপজেলা প্রশাসন। তবে সদর উপজেলাধীন ও সিটি এলাকায় সকল দোকানপাট খোলা রয়েছে। যার কারনে প্রতিনিয়্তই সৃষ্টি হচ্ছে যানজট। এছাড়া এই এলাকাগুলোতে সামাজিক দূরত্ব মানার তেমন কোন বালাই দেখা যায়নি। সিটি করোপেরেশন ও সদর উপজেলা এলাকায় করোনা প্রাদুর্ভাব সবচেয়ে বেশী। জেলার মোট মৃত্যু ৬৩ জনের মধ্যে ৫৯ জনই এই এলাকার বাসিন্দি। এছাড়া জেলার মোট আক্রান্ত ১৬৫৮ জনের ১৩২৬ জনই সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার। তাই করোনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন সচেতন মহল।