বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সরকারী ছুটির দিনসহ চলবে আয়কর সপ্তাহ। এর পর যারা রিটার্ন দাখিল করবেন তাদেরকে আয়করের অতিরিক্ত মাসিক ২% হারে জরিমানা দিতে হবে। বুধবার দুপুরে কর অঞ্চল-নারায়ণগঞ্জের কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০১৭-২০১৮ করবর্ষে ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন (বার্ষিক আয় ব্যয়ের বিবরণী) দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। কর সপ্তাহে বার্ষিক আয় ব্যয়ের বিবরণী (রিটার্ন) দাখিল করতে হবে। এরপর বার্ষিক আয় ব্যয়ের বিবরণী (রিটার্ন) দাখিল করা যাবে তবে আয়করের অতিরিক্ত মাসিক ২% হারে বিলম্ব সুদ পরিশোধ করতে হবে।
বিলম্ব সুদ ও জরিমানা পরিহার করতে ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলের জন্য করদাতাদের অনুরোধ করেন তিনি।
কর কমিশনার আরো জানান, আয়কর সপ্তাহে শুক্র ও শনিবারসহ উৎসবমুখর পরিবেশে সকল কর অঞ্চলে করদাতাগণকে আয়কর রিটার্ন গ্রহণ, ই-টিআইএন রেজিস্ট্রেশন ও অন্যান্য প্রয়োজনীয় সকল প্রকার সেবা প্রদান অব্যাহত থাকবে।