বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে চাঁদাবাজের সংখ্যা বেশি। অনেক নেতা আছে যারা চাঁদাবাজিতে জড়িত। কিন্তু শহরের উন্নয়নে কেউ এগিয়ে আসে না। ছাত্রলীগ রাস্তায় যানজট নিরসনে নামার পর যেখানে নারায়ণগঞ্জবাসী তাদের কাজের প্রশংসা করেছে, সেখানে ওই সকল চাঁদাবাজেরা এর বিরোধীতা করেছে। বড় কষ্ট হয় যখন দেখি সরকারি মহিলা কলেজের মতো একটি সনামধন্য কলেজে পানি জমাট বেধে থাকে। আমি আমার এলাকায় পানি নিষ্কাশনের চেষ্টা করছি। নারায়ণগঞ্জে শিক্ষার মানোন্নয়নের জন্য আমরা স্কুল-কলেজ নির্মাণ করে যাচ্ছি। এছাড়াও নারায়ণগঞ্জে উন্নতমানের বিশ্ববিদ্যালয়ও হচ্ছে।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইফতার ও দোয়া মাহ্ফিল উপলক্ষ্যে সোমবার (২১ মে) বিকেলে সরকারি তোলারাম কলেজে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শহীদদের রক্তের চাইতেও মুল্যবান হচ্ছে জ্ঞানীদের কলমের কালি। তবে এই জ্ঞানী বলতে টিভি টকশোতে বসে কথা বলা জ্ঞানীদের বুঝায় না। যারা ধর্মের বিষয়ে জ্ঞানী, যাদের কাছ থেকে ধর্ম সম্পর্কে অনেক কিছু জানা যায়।
সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বেলা রানী সিংহ’র সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বাবু চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মঞ্জুর কাদের, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) কামরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অধ্যক্ষ প্রফেসর শিরীন বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তামিম ইসলাম জয়, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক রাফেল প্রধান,মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু , সরকারি তোলারাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ প্রমুখ ।
এ সময় দোয়া পরিচালনা করেন সরকারি তোলারাম কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মমিন ।