বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর উপজেলার সাতটি ইউনিয়নের পাইকারী কাঁচাবাজার পরিদর্শন করে নির্ধারিত সময় বেচা-কেনা করার নির্দেশনা দিয়েছেন সদর উপজেলার ইউএনও নাহিদা বারিক। বৃহস্পতিবার সকাল থেকে তিনি সদর উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে মানুষকে সচেতন করতে মাইকিং করেন। এ সময় তিনি জনসমাগম এড়িয়ে,নির্ধারিত সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান। নাহিদা বারিক জানান, ফতুল্লার যে বাজারটি রয়েছে জনসমাগম রোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে সেটি ফতুল্লা ডিআইটি মাঠে স্থানান্তর করা হয়েছে। বক্তাবলীতে যে সবজি উৎপাদন হয় তা নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন জায়গায় যায়। উৎপাদিত শাক-সবজি যেনো নষ্ট না হয়। সেই লক্ষেও আমরা ব্যাবস্থা গ্রহণ করেছি। নিজেদের ও বাঁচতে হবে সেই সাথে সবাইকে বাঁচতে সহায়তা করতে হবে। আমরা অজানা এক শত্রুর মোকাবেলা করছি। আর এই অজানা শত্রুর মোকাবেলা করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সরকারী নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।