বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ২৮ জানুয়ারী আইনজীবী সমিতির নির্বাচনের দিন নির্ধারন করা হয়।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির নিজস্ব ভবনের নীচতলায় এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সমিতি নির্বাচনের জন্যে ৫ সদস্যের নির্বাচন কমিশন এবং ৩ সদস্যের আপীল বোর্ড গঠন করা হয়। এবারের নির্বাচনে প্রধাণ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন এড. সামসুল ইসলাম ভূইয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এড. আশরাফ হোসেন, এড. আবদুর রহিম, এড. মেরিনা বেগম এবং এড. সুখচাদ সরকার। আপীল বোর্ডে দায়িত্ব পালন করবেন এড. ইমদাদুল হক তারাজুদ্দিন, এড. হুমায়ুন কবীর এবং এড. বুলবুল।
বার্ষিক সাধারণ সভা শেষে আদালত পাড়ায় বিএনপি পন্থী আইনজীবীরা এই নির্বাচন কমিশন বাতিলের দাবীসহ নানা অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেন। আরো উল্লেখ্য আছে যে, গত বারের বার্ষিক সাধারন সভায়ও বিএনপি পন্থি আইনজীবীরা একই রকম কার্যক্রম করে। তারা প্রথমে পাশ পাশ বলে সমর্থন দিলেও পরবর্তীতে নানান ধরনের নেতিবাচক বক্তব্য দিয়ে থাকেন। বিএনপি আইনজীবীদের এহেন বক্তব্যে সাধারণ আইনজীবীদের মাঝে তীব্র ক্ষোভের বর্হিপ্রকাশ লক্ষ্য করা যায় এবারও।
বিএনপি পন্থী আইনজীবীদের বিক্ষোভ সমাবেশে নানা অভিযোগের বিষয় নিয়ে, আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ মোহসীন মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, আইনজীবী সাহেবরা আমাদের কার্যক্রম সমর্থন করেছেন। আমাদের অডিট রিপোর্টসহ বিভিন্ন রিপোর্ট তারা আগেই পড়েছেন। উনাদের কারো কোনো আপত্তি ছিল না৷ আমার শেষ করার আগেই সবাই পাশ বলে দিছে৷ কেউ কোনো আলোচনা করবে না বলে দিছে৷ সভার সমাপ্তি ঘোষণা করার পরই সবাই চলে গেছে৷ এখন কিছু সংখ্যক আইনজীবী যদি এর বিরুদ্ধে কথা বলে আর আমরা তাদের কথা শুনে তো, প্রায় সকল আইনজীবীদের সম্মতিক্রমে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের বাহিরে যেতে পারি না।