বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সাবেক সভাপতি নারী নেত্রী অধ্যাপিকা নাজমা রহমান চলে গেলেন না ফেরার দেশে (ইন্নালিল্লাহে…রাজিউন)। বাংলাদেশ সময় শনিবার সকাল ৭ টা ১০ মিনিটে তিনি আমেরিকার আরিজোনার মিসায় ব্যানার বয়উড হার্ট হাসপাতালে ইন্তেকাল করেন। তার স্বামী মুজিবুর রহমান বাদল দৈনিক সংবাদের চিফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সকাল বার্তার সম্পাদক ছিলেন।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাক জিএম আরাফাত মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ দেশে আনা হবে কী না সেটা এখনও নিশ্চিত না।
মৃত্যুকালে নাজমা রহমানের বয়স হয়েছিল ৬৬। তিনি দুই মেয়ে, একভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। নাজমা রহমান নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সাবেক কেন্দীয় ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন।
জানা গেছে, প্রসঙ্গত নাজমা রহমান ছাত্র জীবনেই তিনি রাজনীতির সাথে জড়িত হন। ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন করেন। আশির দশকে তিনি বাংলাদেশ আওয়ামীলীগে যোগ দেন। এরশাদ সরকারের আমলে ঢাকার পাস্থপথে আওয়ামী লীগের মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে তার মাথায় লাঠির আঘাত লাগে, সেই থেকে তিনি মস্তিস্কজনিত রোগে ভোগছিলেন। পরবর্তীতে তাঁর হৃদরোগ ও ডায়বেটিকরোগেও ভোগেন। এ পর্যায়ে কিডিনির সমস্যায়ও তাকে ভোগতে হয়। নাজমা রহমান আমেরিকার আরিজোনায় তার বড় মেয়ে তানিয়া রহমান লুনার বাসায় অবস্থার করে গত দুই বছর ধরে চিকিৎসারত ছিলেন। গত ১৬ আগস্ট তিনি গুরুতর অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতালে তাকে গত তিনদিন লাইফ সাপোর্টে রাখা হয়।
সর্বশেষ ১৯৯৭ সালের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সম্মেলনে নাজমা রহমান সভাপতি ও সংসদ সদস্য শামীম ওসমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০২ সালের ২৭ মার্চ সাবেক এমপি এসএম আকরামকে আহ্বায়ক ও মফিজুল ইসলামকে যুগ্ম-আহ্বায়ক করে ৬৩ সদস্যবিশিষ্ট জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই সময়ে নাজমা রহমানকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হন। এর আগে তিনি দীর্ঘদিন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন।
নাজমা রহমান সাপ্তাহিক পূর্বানী, চিত্রালী ও দৈনিক সকাল বার্তায় দীর্ঘদিন সাংবাদিকতা করেন। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছিলেন। নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়ায় তার পৈত্রিক বাড়ি। নাজমা রহমান বেশ কিছুদিন নারায়ণগঞ্জ কলেজে শিক্ষকতা করেন।

