বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বেপরোয়া কাভার্ডভ্যানের চাপায় সেন্টু মিয়া সরকার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকালে ফতুল্লার লামাপাড়ায় নম পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সেন্টু মিয়া সরকার ফতুল্লার দাপা ইদ্রাকপুরের ব্যাংক কলোনি এলাকার তারা মিয়া সরকারের ছেলে। ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক পার হওয়ার সময়ে নারায়ণগঞ্জগামী বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই সেন্টু মিয়া মারা যান।
ওসি আসলাম হোসেন জানান, কাভার্ডভ্যান চালক নুরুল ইসলামকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।