বিজয় বার্তা ২৪ ডট কম
প্রধানমন্ত্রী শপথ পড়ালেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
আইভীর সঙ্গে শপথ নিয়েছেন সেখানকার নির্বাচিত ২৭ জন সাধারণ কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর।
বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তাদের শপথবাক্য পাঠ করানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শপথবাক্য পাঠ করান। কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হন আওয়ামী লীগ থেকে মনোনিত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।