প্রেস বিজ্ঞপ্তি,বিজয় বার্তা ২৪ ডট কম
নাসিক নির্বাচনে ঠেলাগাড়ীর প্রতীকে নির্বাচিত সাবেক মেম্বার মোঃ কামরুজ্জামান বাবুল এর পক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে ২৭নং ওয়ার্ডে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দাবি পুরনের আশ্বাস দেন। মো: কামরুজ্জামান বাবুল বলেন,বৃক্ষ তোমার নাম কী,ফলে পরিচয়। এই স্লোগানকে সামনে রেখে তিনি আগামী দিনের পথ চলতে চান। তিনি আরও বলেন আমি আপনাদের এ কষ্টের ফলের প্রতিদান দেব। আমি দল-মত নির্বিশেষে আপনাদেও উন্নয়নে নিজেকে সপে দিতে চাই। আমি আপনাদের সন্তান, আপনাদেরকে সাথে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ্ । তিনি ওয়ার্ডের মদনপুর ফুলহর মার্কেটে সকল দোকানে দোকানে গিয়ে সকলের সাথে আলিঙ্গন করেন, এবং দোকানদারগণ তাকে ফুলের মালাদিয়ে সাদরে বরণ করে নেন। এ সময় আনন্দ মিছিলে অংশ নেন মোঃ খোকন,আল-আমিন, ফিরুজ, কাইয়ুম, জুয়েল,ছানাউল্লাহ, বাদশা, রুহুল, রুবেল, মফিজুলসহ সমর্থকবৃন্দ।