বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের উকিলপাড়ায় নকল বাটারফ্লাই সেলাই মেশিন বিক্রয়ের অপরাধে আলিফ ট্রের্ডাস নামে প্রতিষ্ঠানকে একলক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলার বঙ্গবন্ধু সড়কে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তর জেলার শাখার অভিযানে তাদের জরিমানা করা হয়। এসময় ৪ টি সেলাই মেশিন জব্দ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে অদ্য ২৪ ফেব্রুয়ারি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান কর্তৃক নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার বঙ্গবন্ধু রোড, উকিলপাড়া এলাকায় আবস্থিত আলিফ ট্রের্ডাস নামক প্রতিষ্ঠানকে নকল বাটারফ্লাই সেলাই মেশিন বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর এর ৫০ ধারায় নগদ ১,৫০,০০০/-(একলক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আরোপ এবং আদায়
ও নকল ০৪টি সেলাই জব্দ করা হয়েছে।
উক্ত অভিযানে বাজার কার্মকর্তা ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।