বিজয় বার্তা ২৪ ডট কম
গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশেদ আলীর উপর হামলার ৩ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আইন শৃংখলা বাহিনীর সাড়াশী অভিযানের মাধ্যমে নওশেদ চেয়ারম্যানের উপর হামলার আসামী কাশেম সম্রাট ও জুলহাস মেম্বার বাহিনীর গ্রেফতারের দাবী জানান নওশেদ চেয়ারম্যানের পরিবার।
ঘটনা সুত্রে জানা যায়, নওশেদ চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় সৈয়দপুর এলাকায় আতংক বিরাজ করছে। এ ব্যাপারে নওশেদ চেয়ারম্যান হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করেন। যার মামলা নং-৮০ তারিখঃ ৩১/৩/২০১৮ ইং । মামলার
আসামীরা হলেন, কাশেম সম্রাট, আক্কেল আলীর পুত্র চান বাদশা, মৃত আকরাম আলী সরদারের পুত্র গোগনগর ইউপির ৯ নং ওয়ার্ড মেম্বার জুলহাস মাদবর, দৌলত মিয়ার পুত্র ফয়সাল, কামাল, খায়ের বাদশা, আলী আকবর, সুমন সরদার, মোঃ বাবু, আওলাদ, রুপম, রিফাত, সিফাত সহ অজ্ঞাত নামা ৭/৮ জন ।
এ ব্যাপারে নওশেদ আলী জানান, দৌলতের মেয়ের জামাই পন্চসার ইউনিয়নের আব্বাস আলীর পুত মোশারফ মেম্বার ও তার ভাই টিপু সহ দেড় শতাধিক সন্ত্রাসী পূর্ব পরিকল্পনার মাধ্যমে আমাকে হত্যার উদ্দ্যোশে দেশীয় রড লোহা বাশ ও অস্ত্র সহ হামলা করে। আমি অল্পের জন্য বেচে যাই।
তিনি আরো বলেন, গোগনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মামলার ৪ নং আসামী জুলহাস মাদবর, তার ৩ সন্ত্রাসী পুত্র মামলার আসামী সুমন সরদার, বাবু ও আওলাদ ধুর্ধর্ষ সন্ত্রাসী ও খুনী কাশেম সম্রাট, কামাল, চান বাদশাকে নিয়ে এলাকায় ও শীতলক্ষা নদী ডাকাতি, মাদক ব্যবসা সহ নানান অপকর্ম করে বেড়াচ্ছে।
নওশেদ আলী চেয়ারম্যান আরো জানান, উল্লেখিত সন্ত্রাসীরা আমার গরুর খামারের সকল গরুকে বিষ খাইয়ে হত্যা করার হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে জুলহাস মেম্বার তার ও ছেলেদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় বলে দাবী করে বলেন, আমার ছেলেরা ঘটনার সময় ছিলনা।আমি চেয়ারম্যানকে সেইফ করেছি।
অপর দিকে এলাকার পরিবেশ শান্ত করতে মামলার আসামীদের গ্রেফতারে সদর মডেল থানার ওসি ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন নওেশেদ চেয়ারম্যানের পরিবার।