বিজয় বার্তা ২৪ ডট কম
এর চেয়ে বড় খবর আর কী হতে পারে! হিট সিরিজ ‘ধুম’-এর চতুর্থ কিস্তিতে পুলিশ চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে, অন্যদিকে আন্ডারওয়ার্ল্ড ডন হিসেবে অভিনয় করবেন শাহরুখ খান।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে। পাশাপাশি বলা হচ্ছে, বাদ পড়ছেন অভিষেক বচ্চন।
অনেকদিন ধরে ‘ধুম ফোর’-এর কথা শোনা যাচ্ছে। বলা হচ্ছিল, সিনেমাটির ভিলেন চরিত্রে সালমান খান অভিনয় করবেন।
কিন্তু নতুন খবর বলছে, সালমান নয় শাহরুখকেই দেখতে পাবেন দর্শক। সিনেমাটিতে কিং খানকে আন্ডারওয়ার্ল্ড চরিত্রে পাওয়া যাবে।
যা অনেকটাই ‘ডন’ ও ‘ডন টু’র মতোই হবে।
অন্যদিকে পুলিশ অফিসার জয় দীক্ষিত চরিত্রে আসছেন রণবীর সিং। আগের তিন কিস্তিতে অভিষেক বচ্চন অভিনয় করলেও এবার
তিনি বাদ পড়ছেন। তবে আলী চরিত্রে বরাবরের মতোই থাকবেন উদয় চোপড়া।
আনুষ্ঠানিক ঘোষণায় না আসায় এ খবর আপাতত চমকই হয়ে থাকল। তবে বলতেই হচ্ছে, শাহরুখ-রণবীরকে এক সিনেমায় চোর-
পুলিশ হিসেবে পাওয়া দেখার মতো বিষয়ই হবে।