নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরের ধামগড় ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলমাছ ভূইয়া ও আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মাসুম আহাম্মেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টা-পাল্টি মামলা হয়েছে। মামলা নং ৭(৬)১৬ ও ৮(৬)১৬। আওয়ামীলীগ প্রার্থীর সমর্থক রহিম বাদশা বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০/৪৫ জনকে আসামী করে মামলা করেন। স্বতন্ত্র প্রাথী আলমাছ ভ’ইয়ার সমর্থক আঃ রহিম ভূইয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করে মামলা করেন। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষের মামলায় আসামী করা হয় হৃদয়, সোহেল, তুরাগ, জাহাঙ্গীর, শামীম, রনি, সাইফুল, জুয়েল, নাজমুল, ওমর শরীফ, দেলোয়ার, গোলজার, মজিবর, আঃ ছামাদ, আমির হোসেন, নজরুল, হাফেজ আহাম্মেদ, ইলিয়াস ও রহমত উল্লাহকে। স্বতন্ত্র প্রার্থী আলমাছ ভূইয়ার পক্ষের মামলায় আসামী করা হয় অহিদুজ্জামান, সিরাজ, ইউসুফ, আঃ আলী ভূইয়া, নজরুল ইসলাম নয়ন, নোমানকে। গত বুধবার সন্ধ্যায় জাঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক রহিম বাদশা মামলায় উল্লেখ করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলমাছ ভূইয়ার সমর্থকরা জাঙ্গালে ও কাজীপাড়ায় ২ দফা মামলা চালিয়ে নৌকার প্রতীক ও ক্যাম্প ভাংচুর করে এবং করিম মোল্লা(৭০)কে আহত করে।
এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে মাসুম সমর্থকরা গতকাল বিকেলে মানববন্ধন করেছে।
এ ব্যপারে বন্দর থানার ওসি আবুল কালাম বলেন, উভয় পক্ষের মামলা নেয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। দোষীদের নির্বাচন আইনে আদালতে বিচার হবে।