স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
সারাদেশে খুন-গুম মারাত্মক আকার ধারন করেছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন মানুষের কোনো নিরাপত্তা নেই।
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে মহানগর বিএনপির এই যৌথসভায় তিনি এ কথা বলেন।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পহেলা মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশের প্রস্তুতি নিতে এই যৌথসভা ডাকা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।
মির্জা ফখরুল বলেন, ‘দেশের সকল মানুষ আজ নির্যাতিত-নিপীড়িত। শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার ও পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হতে হবে। কেমল ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে জনগণ এবং শ্রমিকদের অধিকার ফিরিয়ে আনা সম্ভব।’
শ্রমিক দিবসের সমাবেশ সফল করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘সমাবেশের দিন সকল ওয়ার্ড, থানা থেকে আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে উপস্থিত থেকে সমাবেশ সফল করবেন।’
যৌথসভায় আরো উপিস্থত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর বিএনপি নেতা কাজী আবুল বাসার, ইউনুস মৃধা, হারুনুর রশিদ হারুন, ইকবাল হোসেন চৌধুরৗ।
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ছাড়াও বিএনপি ও তার অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ওই সমাবেশের অনুমতি চাওয়া হলেও এখনও এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে অনুমতি পাওয়া যায়নি। তবে দলটি প্রত্যাশা করছে, নির্ধারিত সময়ের আগেই অনুমতি পাওয়া যাবে। সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি আরো জানান, ১ মে’তে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজনের জন্য গত ২৭ মার্চ যথাযথ কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। উদ্যান কর্তৃপক্ষ বলেছে, পুলিশ অনুমতি দিলে সমাবেশ আয়োজনের ক্ষেত্রে কোনো বাধা নেই। এরপর ২২ এপ্রিল আবারো চিঠির বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে।
বিএনপির এই নেতা প্রত্যাশা করেন, নির্ধারিত সময়ের আগেই সমাবেশের অনুমতি পাওয়া যাবে। ওই সমাবেশে দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা যোগ দেবেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।