বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ পুলিশ মহা পরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক পিপিএম বলেছেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দেশ। ধর্ম যার যার উৎসব সবার। যার ধর্ম সে সে পালন করে । হিন্দু সম্পদায়ের পূজা এলে মুসলমানরা শতপূর্তভাবে তা পালন করতে সাহায্য করে থাকে। পুলিশের পক্ষ থেকে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সোমবার ৩টায় ঐতিহাসিক লাঙ্গলবন রাজঘাট পূজা মন্ডপ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মাঝে মাঝে কিছু অপশক্তি এদেশে অরজগতা সৃষ্টি করে। কিন্তু তারা কখনো জনগণের কাছে স্থান পায় না। আমরা বেশ কয়েকটি বড় বড় জঙ্গী গোষ্ঠীদের দমন করেছি। বাকীদেরকেও অচিরেই দমন করা হবে এবং তারা আর কিছু করতে পারবে না।
এ সময়ে উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জ ডিআইজি, একেএম মাহফুজুল হক নুরুজ্জামান, হাইওয়ে ডিআইজি মল্লিক ফকরুল ইসলাম, ঢাকা রেঞ্জ এডিশনাল ডিএসবি মোহাম্মদ আলী, এ আই জি পুলিশ হেডকোয়াটার মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ) মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি ) মো. ফারুক হোসেন, বন্দর থানার ওসি আবুল কালাম, ওসি ( তদন্ত ) হারুন অর রশিদ, মুসাপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মকসুদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শঙ্কর কুমার সাহা, সাধারণ সম্পাদক সুজন সাহা, যুগ্ম সম্পাদক কমলেশ সাহা, মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, বন্দর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শঙ্কর কুমার সাহা, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রিপন দাস প্রমূখ।
তিনি আরও বলেন, এ বছর ৩০ হাজার পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা উদ্যাপন করছে । আমরা সারাক্ষণ সব গুলো পূজা মন্ডপ সম্পর্কে খোঁজ খবর রাখছি । এখন পর্যন্ত কোন স্থানে কোন প্রকার অরজগতা ঘটনা ঘটেনি। ইনশাল্লাহ কোন প্রকার অরজগতা সৃষ্টি হবে না। সবাই মিলে শান্তিপূর্নভাবে উৎসব শেষ করতে পারবো।
তিনি আরও বলেন, কাল শারদীয় দূর্গা পূজা প্রতিমা বিসর্জন এবং শীয়া মুসলমানদের পবিত্র আশুরা হিন্দু মুসলিম একসঙ্গে উদৃযাপন কবর । এতে করে বুঝা যায় আমরা এদেশে সকল সম্পাদায়ের মানুষ এক বসবাস করছি । প্রধানমন্ত্রী শেখ হাসিনা শারদীয় দূর্গা পূজা উৎসব যাতে করে সবাই সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে উদ্যাপন করতে পারে তার জন্য সব সময়ে খোজ খবর রাখছেন ।