বিজয় বার্তা ২৪ ডট কম
বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান স্মৃতি (দুঃস্থ) কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে দুই হাজার সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ জুন) দুপুরে নগরীর কলেজ রোড সহ বিভিন্ন এলাকায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো, ১কেজি পোলাও চাল, ১কেজি চিনি, ১ কেজি সেমাই, ১কেজি গুড়া দুধ, ১লিটার তেল, ঘি।
নারায়ণগঞ্জ-৫ অাসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমান’র পুত্র অাজমেরী ওসমানের সার্বিক তত্বাবদায়নে এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের সহধর্মিণী ও নাসিম ওসমান দুঃস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান পারভীন ওসমান, অাজমেরী ওসমানের সহধর্মিণী সাবরিনা ওসমান জয়া, নাসিম ওসমান স্মৃতি (দুঃস্থ) কল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন প্রমুখ।