বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জের ফতুল্লা দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের থাকাকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে বিচারপতি এম মোয়াজ্জেম হোসেন ও বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। রিটকারীর পক্ষে আদালতে শুনানি করনে অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। তিনি এ তথ্য নিশ্চিত করেন।
গত ১৪ ডিসেম্বর বুধবার করা রিট শুনানির যুক্তিতে বলা হয়, সুপ্রিমকোর্টের রায় অনুযায়ী সংসদ সদস্যরা কোন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে থাকতে পারেন না। মোরশেদা বেগম নামে এক শিক্ষার্থীর অভিভাবক স্কুলের সভাপতি পদে শামীম ওসমানের বহাল থাকার বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন।