বিজয় বার্তা ২৪ ডট কম
১৪ মে আসন্ন বারকাউন্সিল নির্বাচনে জাতীয়বাদী ঐক্য পরিষদ প্যানেলের পক্ষে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন বিএনপি পন্থি আইনজীবীরা। বৃহস্পতিবার ( ৩ মে) দুপুরে নারায়ণগঞ্জ কোর্ট প্রাঙ্গন এলাকায় দলীয় প্যানেলের পক্ষে ভোট প্রার্থনায় উপস্থিত ছিলেন, এড. বারী ভূইয়া, এড. জাকির হোসেন, এড.আজিজুল হক হান্টু, এড. রফিক আহম্মেদ, এড. আব্দুল হামিদ ভাষানী, এড. আবু আল ইউসুফ খান টিপু, এড. বোরহান উদ্দিন সরকার, এড. সামসুজ্জামান খোকা, এড. রেজাউল করিম খধন রেজা, এড. রকিবুল ইসলাম শিমুল, এড. আবুল বাসার, এড.মাসুদ কবির, এড. খোকন, এড. গোলাম হোসেন, এড. আব্দুস সালাম মোল্লা, এড. আনিছুর রহমান মোল্লা, এড. উমর ফারুক নয়ন, এড. শহীদ সারোয়ার, এড. সুমন মিয়া, এড. মোস্তাক আহম্মেদ, এড. মির্জা গালিব, এড. একেএম মোক্তার হোসেন, এড. শিপলু, এড. লিজা, এড. সায়লা পারভীন মিনা, এড. সবনাম খন্দকার প্রমূখ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দরা ভোটারদের কাছে দলীয় প্যানেলের লিফলেট বিতরন সহ আইনজীবীদের অধিকার প্রতিষ্ঠায় জাতীয়বাদী ঐক্য পরিষদ প্যানেলের পক্ষে ভোট প্রার্থনা করেন।