বিজয় বার্তা ২৪ ডট কম
সোমবার বাদ এশা নারায়ণগঞ্জের বন্দর দক্ষিণ কলাবাগস্থ সিদ্দিক শাহ’র ৫১তম ওরশ অত্রন্ত ধর্মীয় ভাব গাম্ভীর্য্যরে মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ওরশে ভক্ত আশেকানদের মাঝে ধর্মীয় বয়ান করেন সিদ্দিক শাহ দরবার শরীফের কর্ণধার সিদ্দিক শাহ। এতে অংশ নেন বন্দর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মোঃ ইউসূফ মেম্বার,সমাজ সেবক মোঃ দীন ইসলাম,মোঃ মাসুম,মোঃ রমজান মিয়া,মোঃ রহমত আলী,মোঃ সোহেল রানা,মোঃ সানাউল্লাহ,মোঃ কবির হোসেন,মোঃ সমসু মিয়া,মোঃ সিফাত,মোঃ নাসিরউদ্দিন,নারী ভক্ত সাদিয়া পারভিন,রিয়া মনি,নাহিদা বেগম প্রমুখ। দোয়ানুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লীদের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।