বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার অন্যতম আসামী আব্দুল্লাহ আল মামুন ওরফে জামাই মামুনকে গ্রেফতার করেছে র্যাব। এ ঘটনায় এখন পর্যন্ত নতুন করে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর
মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া।
এর আগে মঙ্গলবার ভোর রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মামুন (৪০) বরিশাল জেলার চর মোনাই গ্রামের আব্দুর রহিমের ছেলে।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া জানান, শুরুতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা তদন্ত করলেও উচ্চ আদালতের নির্দেশে ত্বকী হত্যা মামলার তদন্ত র্যাব-১১ এর নিকট অর্পণ করা হয়। ত্বকী হত্যা মামলায় সম্পৃক্ততা প্রাপ্তি সাপেক্ষে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকা থেকে আব্দুল্লাহ আল মামুন ওরফে জামাই মামুনকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ ঢাকায় আত্মগোপনে ছিল।
আজ তাবলীগ জামাতের ছদ্মবেশে ঢাকা থেকে খাগড়াছড়ির রামগড় যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়িগামী বাস থেকে আসামীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হলে, কোর্ট রেভারেঞ্জের কারণে আসামীর রিমান্ড শুনানি হয়নি। আগামী ৬ অক্টোবর মামলার রিমান্ড শুনানির দিন ধার্য্য করা হয়েছে। বর্তমানে আসামীকে হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে বঙ্গবন্ধু সড়ক থেকে তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণ করে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়। একদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যায় মেলে ত্বকীর লাশ। ত্বকী হত্যার সাথে ওসমান পরিবারের সদস্যরা জড়িত আছেন বলে শুরু থেকে অভিযোগ করে আসছে তার পরিবার। তবে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই হত্যকাণ্ডের তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা র্যাব। এ ঘটনায় নতুন করে শুরু হয়েছে তদন্ত কাজ ও সম্পৃক্ত ব্যক্তিদের গ্রেপ্তার কাজ। এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।