বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্রী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মোম শিখ প্রজ্জলন করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭ টায় চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে এই মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক জোটের প্রধান উপদেষ্টা রাফিউর রাব্বী, উপদেষ্টা মন্ডলীর সদস্য ভবানী শংকর রায়, সাবেক সভাপতি এড. প্রদীপ ঘোষ বাবু ও জাহিদুল হক দিপু, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, উদিচী সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি হাফিজুল রহমান, নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্র এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সংগীত শিল্পী দিনা তাজনীন, গন সংহতি নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক অঞ্জন দাস প্রমুখ ।
রাফিউর রাব্বী বলেন, আমরা এরকম কোন হত্যা দেখিনি যা রাষ্ট্র সঠিক সময়ে এই সব হত্যাকাণ্ডের বিচারের ব্যবস্থা গ্রহণ করেছে। সাগর রুমি হত্যাকাণ্ডের বিচারের নামে তা অন্য দিকে প্রবাহিত করেছে। ত্বকী হত্যাকারীদের রাষ্ট্র চিহ্নিত করে কিন্তু তাদের এখনও গ্রেফতার করে না। ১৯৭১ সালের যুদ্ধ অপরাধীদের বিচার নিয়ে সরকার রাজনীতি করছে। রাষ্ট্র তাদের নিজস্ব ভাবে হত্যা করে বিচার করছে। সারা দেশে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের কার্যকলাপ চলছে। গুলশান ও শোলাকিয়ায় বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালিয়ে মানুষ হত্যা করা হয়েছে। কুমিল্লার কলেজের ছাত্রী তনু ও চট্টগ্রামে এসপির স্ত্রীকে হত্যার ও বিভিন্ন ভাবে শিশু হত্যা ধামাচাপা দিচ্ছে সরকার। বন্দর শিক্ষক শ্যামল কান্তি ভক্তের উপর যে নিপীড়ন নির্যাতন করে স্থানীয় সংসদ সদস্য তার বিচার পুলিশ অন্য দিকে প্রবাহিত করছে। আমরা বিচার বিভাগের প্রতি আস্থাশীল নই। এই সরকার যে সাপ নিয়ে খেলা করে এতে সরকারই ধ্বংস হবে এবং দেশকে ধ্বংস করবে। এই দেশের জনগণ এই সব কর্মকান্ড কিছুতেই মেনে নিবে না । ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের জন্য জীবন বাজী রেখে এ দেশেরে জনগন এ দেশ স্বাধীন করেন। কোন অপশক্তির কাছে এদেশের জনগণ মাথা নত করবে না। যে ঘাতক ত্বকীকে হত্যা করেছে সে কি না ঘাতকদের বিরুদ্ধে কথা বলে। আমরা সরকারকে অনুরোধ করছি সঠিক তদন্ত রিপোর্ট প্রকাশ করে ত্বকী হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের জুড়ালো দাবী জানাচ্ছি।

