বিজয় বার্তা ২৪ ডট কম
সরকারী তোলারাম কলেজে নানা আয়োজনের মধ্যদিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের ৫৭ তম জন্মদিন পালন করা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জন্মদিন উপলক্ষে তোলারাম কলেজ প্রাঙ্গণে কলেজ শাখা ছাত্রলীগ ও ছাত্র-ছাত্রী সংসদের উদ্যোগে কেক কাঁটা ও মিলাদ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় মহানগর ছাত্রলীগের আহবায়ক ও সরকারি তোলারাম কলেজের ভিপি হাবিবুর রহমান রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বেলা রানী সিংহ। এসময় আরো উপস্থিত ছিলেন-কলেজের উপাধ্যক্ষ শাহ্ মো: আমিনুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক জীবন কৃষ্ণ মোদক, গণিত বিভাগের বিভাগীয় প্রধান গোপীনাথ পাল, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মৃদুল কান্তি কুন্ড, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মজিবুর রহমান, রাষ্ট্র বিভাগের বিভাগীয় প্রধান মকবুল হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাফেল প্রধান, তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, মহানগর ছাত্রলীগ নেতা শুভ রায়, তোলারাম কলেজ শাখা ছাত্রলীগ নেতা ফাহিম, পিয়াস, রুবেল, খাজা, রাকিব, রবিন, তোফা, পরশ, কণা, প্রিয়া, নাবিলা, অনিতা, ঋতু, মিসকাত, স্বর্ণালীসহ কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দরা।
হাবিবুর রহমান রিয়াদ বলেন, নারায়ণগঞ্জের উন্নয়ণের রূপকার আমাদের অভিভাবক নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের জন্মদিন আমরা আজ উৎসব মুখর পরিবেশে পালন করছি। তিনি এই কলেজের উন্নয়ণে অনেক পরিশ্রম করেছেন। এই কলেজের ভিপিও ছিলেন তিনি। তার জন্মদিনে সরকারি তোলারাম কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।