বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার বলেন,বাবা-মায়ের দোয়া ছাড়া
উন্নতি সম্ভব নয়। বাবা-মা আল্লাহর অশেষ নেয়ামত। তাদের বদৌলতেই তোমরা
পৃথিবী দেখেছ। বাবা-মা তোমাদের জন্য আর্শিবাদ স্বরুপ। তারা যা বলে
তোমাদের মঙ্গলের জন্য বলে। বাবা-মায়ের পরই তোমাদের শিক্ষকদের সম্মান করতে
হবে। আলোকিত মানুষ হতে গেলে তোমাদের অবশ্যই শিষ্টাচার শিখতে হবে। তোমরা
সবাই প্রধাণমন্ত্রী শেখ হাসিনার মত আলোকিত হয়ে প্রতিভা বিকশিত করার
চেষ্টা কর। এজন্য তোমাদের অধ্যাবসায় দরকার। পরিশ্রমের মাধ্যমেই মানুষ
সফলতা পায়। হয়ত তোমাদের মধ্যে থেকেই বেড়িয়ে আসবে এক এক জন শেখ হাসিনা।
২৮ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০টায় বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ বার্ষিক
মিলাদ ও এস,এসসি পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন,বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি একজন নারী হয়ে দেশ সেবায়
নেতৃত্ব দিতে পারে তোমরা কেন পারবা না। আজ থেকেই তোমরা প্রতিজ্ঞা কর
আমরাও ইউএনও কিংবা ডিসি হয়ে বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে কথা বলব।
অধ্যাবসায় আর লক্ষ থাকলে মানুষ অনেক কিছুই করতে পারে। স্বপ্ন দেখতে শিখ
দেখবে তোমাদের মধ্য থেকেই অনেকে বড় বড় স্থানে সুযোগ পাবে।
বন্দর গার্লস স্কুল এন্ড কলেজে গর্ভনিং বডির সভাপতি আলহাজ¦ হাবিবুর
রহমানের সভাপতিত্বেতে বার্ষিক মিলাদ দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন বন্দর উপজেলা সহকারি (ভূমি) কমিশনার আফিফা খান, বন্দর
থানার অফিসার ইনর্চাজ মোঃ রফিকুল ইসলাম, বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা
অফিসার আ,ক,ম নূরুল আমিন প্রমুখ। বর্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য ইশরাত জাহান খান
স্মৃতি, অভিভাবক প্রতিনিধি মাজহারুল আলম পাভেল খান, হাজী আনোয়ার হোসেন,
শাহজালাল শিকদার, স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ বদরুজ্জামান, শিক্ষক
প্রতিনিধি মাহবুল হাসান ও শুকচাঁদ সরকার প্রমুখ।