বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সরকারী তোলারাম কলেজের সাবেক প্রিন্সিপাল মো. সালাউদ্দিন মিয়া ইন্তেকাল করেছেন। মৃতের পরিবারের অনুরোধে লাশ দাফনে এগিয়ে এসেছেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের দাফন টিম।
বুধবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ সিটি কেন্দ্রীয় কবরস্থান মাসদাইরে তার দাফন করা হয়।
এর আগে বুধবার রাত সাড়ে ৩ টায় উত্তর ইসদাইর নিবাসী মোঃ সালাউদ্দিন মিয়া বাধ্যকজনিত কারনে মৃত্যুবরণ করেন।
টিম খোরশেদের দাফন টিমের সদস্য আরাফাত নয়ন জানান, মৃত ব্যক্তির পরিবারের অনুরোধে টিম খোরশেদের দাফন টীম তার বাড়ি থেকে বহন করে সিটি কেন্দ্রীয় কবরস্থান মাসদাইরে তার দাফন কার্য সম্পূর্ণ করে। এটা নিয়ে আমাদের ৭০ তম লাশ দাফন সম্পূর্ন হল।
খোরশেদের দাফন টিমে ছিলেন, হাফেজ শিব্বীর, লিটন, আনোয়ার, রাফি, নাঈম, রিয়াদ প্রমুখ।