বিজয় বার্তা ডট কম
খোলা চুল
এলোমেলো মন,
অপেক্ষায় থাকে
তুমি আসবে কখন?
আলতা রাঙা পায়,
চুল সাজিয়ে শুভ্র দোলনচাঁপায়,
জানালার কার্নিশে
নয়তো খোলা বারান্দায়
কেটে যায় দিনরাত্রি অহর্নিশি,
শুধু তোমার ভাবনায়।
তুমি আসবে কখন?
পুকুরের জলে পা ডুবিয়ে
শাড়ির আঁচল ভরে বকুল ফুল নিয়ে,
প্রতিদিন মালা গেঁথে
চেয়ে থাকে ঐ তালগাছগুলোর ফাঁক গলে,
তোমার পথ পানে।
তুমি আসবে কখন?
সন্ধ্যাপ্রদীপ জ্বেলে তুলসীমঞ্চে
করজোড়ে প্রার্থনা করে,
অনেক আশায় চোখ মেলে চায়
এই বুঝি তুমি আসলে!
কিন্তু কোথায়?
প্রহরের পর প্রহর
অপেক্ষায় পাড় হয়ে যায়।
রাতে খোলা আকাশে
চোখ রেখে,
হাসনাহেনার ঘ্রাণ মেখে,
মন শুধু বারবার বলে যায়
তুমি আসবে কখন?