বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ হেফাজত ইসলামের আমির আল্লামা আহমদ শফী ও জেলা হেফাজতে ইসলামের সভাপতি ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়ালের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও কুরুচিপুরণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ তৌহিদী জনতা ।
বৃহস্পতিবার ( ৫ এপ্রিল ) বাদ আছর শহরের ডিআইটি মসজিদের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয় । মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্ত ঘটে।
এ সময় তারা আল্লামা আহমদ শফী ও মাওলানা আব্দুল আউয়ালের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও কুরুচিপুরণ বক্তব্য কারীদের শাস্তি দাবি করে বলেন, নারায়ণগঞ্জের মাটি কোন ভন্ড ও মাজার পূজারীদের মাটি না । এই মাটি ওলি আওউলিয়ার মাটি । আর নারায়ণগঞ্জ ওলামাদের ঘাঁটি । কিন্তু একটি কুচক্রী মহল ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়ালের বিরুদ্ধে মিথ্যাচার করছে । কিন্তু নারায়ণগঞ্জ তোহিদী জনতা তা কখনো বরদাস্ত করবে না । তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে আল্লামা শফী ও মাও আব্দুল আউয়ালের বিরুদ্ধে কটুক্তিকারী নাস্তিক তামীম বিল্লাহর বিচার করতে হবে । তা না হলে নারায়ণগঞ্জ কারবালার ময়দান হয়ে যাবে । আমরা আবারও আগামীকাল শুক্রবার বাদ জুমা নারায়ণগঞ্জের সকল তৌহিদী জনতা কে সাথে নিয়ে বৃহত্তর বিক্ষোভ কর্মসূচি পালন করবো বলে তারা হুঁশিয়ারি দেন ।
উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুর কাদির, মুফতি জাকির হোসেন কাশেমী, মুফতি মাসুম বিল্লাহ, মাওলানা ফেরদাউস রহমান, মুফতি হারুন অর রশিদ, মাওলানা কামাল উদ্দিন ডায়েমী প্রমুখ ।