বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে ৩৪ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের তদন্তকারী সংস্থা সিআইডি।
বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামানের কাছে এই অভিযোগ পত্র দাখিল করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে অভিযুক্ত আরও ৮ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী হওয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন প্রাপ্তী সাপেক্ষে তাদের বিরুদ্ধে সম্পূরক অভিযোগ পত্র দাখিল করা হবে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
মামলার আসামীরা হলেন, ১। আব্দুল গফুর মিয়া (৬০), ২। মােঃ সামসুদ্দিন সরদার (৬০), ৩। মােঃ শামসু সরদার (৫৭), ৪। মােঃ শওকত আলী (৫০), ৫। মােঃ অসিম উদ্দিন (৫০), ৬। মােঃ জাহাঙ্গীর আলম (৪০), ৭। মােঃ শফিকুল ইসলাম উজ্জ্বল (৪৫), ৮। মােঃ নাঈম সরদার (২৭), ৯। মােঃ তানভীর আহমেদ (৪৫), ১০। মােঃ আল আমিন (৩৫), ১১। মােঃ আলমগীর সিকদার (৩৫), ১২। আলহাজ্ব মাওলনা মােঃ আল আমিন (৪৫), ১৩। মােঃ সিরাজ হাওলাদার (৫৫), ১৪। মােঃ নেওয়াজ মিয়া (৫৫), ১৫। মােঃ নাজির হােসেন (৫৬), ১৬। মােঃ আবুল কাশেম (৪৫), ১৭। মােঃ আব্দুল মালেক (৫৫), ১৮। মােঃ মনিরুল (৫৫), ১৯। মােঃ স্বপন মিয়া (৩৮), ২০। মােঃ আসলাম আলী (৪২), ২১। মােঃ আলী তাজম (মিল্কী) (৫৫), ২২। মােঃ কাইয়ুম (৩৮), ২৩। মােঃ মামুন মিয়া (৩৮), ২৪। মােঃ দেলােয়ার হােসেন, ২৫। মােঃ বশির আহমেদ (হৃদয়) (২৮), ২৬। মােঃ রিমেল (৩২), ২৭। মােঃ আরিফুর রহমান (৩০), ২৮। মােঃ মােবারক হােসেন (৪০), ২৯। রায়হানুল ইসলাম (৩৬)।
সিআইডির এসপি মো. নাছির জানান, মসজিদ কমিটির সঠিকভাবে মসজিদ পরিচালনায় অবহেলা, অ-ব্যবস্থাপনা, উদাসীনতা, সঠিকভাবে রক্ষনাবেক্ষন না করা, কারিগরি দিক বিবাচনা না করে অবৈধ বিদ্যুৎ সংযােগ ঝুঁকিপূর্ণভাবে লাগানাে, উপস্থিতি পেয়েও ধর্মপ্রাণ মুসল্লীদের জীবনের নিরাপত্তার কথা না ভেবে তাৎক্ষনিক কোান ব্যবস্থা না নেয়া ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোঃ লিঃ (ডিপিডিসি) এর মিটার রিডিং কালেক্টর ও ইলেক্ট্রিশিয়ানদের মসজিদে অবৈধ বিদ্যুৎ সংযােগ দেয়া এবং ঝুঁকিপূর্ণভাবে মসজিদের অভ্যন্তরে বিদ্যুতের যন্ত্রপাতি স্থাপন করা এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোঃ লিঃ এর কর্মকর্তা/কর্মচারীগণ ঘটনাস্থল এলাকার তিতাস গ্যাসের দায়িত্বে থেকে দায়িত্বে অবহেলা, গ্যাস লাইনের সঠিকভাবে তদারকি না করা, পাইপের লিকেজ মেরামত না করা, গ্যাস লাইন ঝুঁকিপূর্ণভাবে স্থাপন/স্থানান্তর করার কারণে ভয়াবহ এই অগ্নিকান্ড সংঘটিত হয় বলে সিআইডি’র তদন্তে সাক্ষ্য প্রমান পাওয়া গেছে।
গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সদর উপজেলার পশ্চিম তল্লার এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিদ্যুতের স্পার্ক ও মসজিদের অভ্যন্তরে জমে থাকা গ্যাসের কারণেই এই বিস্ফোরণটি হয়েছে বলে জানিয়েছে সিআইডি। এই অগ্নিকান্ডে মসজিদে ইবাদাতরত ৩৭ জন মুসল্লি ও ০১ জন পথচারী অগ্নিদগ্ধ হয়। তার মধ্যে ৩৪ জন মুসল্লী শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিকসার্জারী বিভাগে চিকিৎসাধীন থাকা বস্থায় মৃত্যুবরণ করেন এবং ০৪ জন এখনও নিজ নিজ বাড়ীতে চিকিৎসারত আছেন।