বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে ৩৪ জন নিহতের ঘটনার মামলার চার্জশীটভুক্ত ২২ জন আসামি আদালতে আত্মসমর্পন করেছে। পরে আদালত শোনানী শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেন এর আদালতে আসামীরা আত্মসমর্পন করলে ১ হাজার টাকার বন্ডে তাদের এক মাসের জামিন মঞ্জুরের আদেশ দেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান জানান, তল্লা মসজিদ বিস্ফোরণের ঘটনার মামলার সিআইডির চার্জশীটভুক্ত ২২ আসামী আদালতে আত্মসমর্পন করলে আদালত তাদের এক মাসের জামিন মঞ্জুর করেন।
এর আগে গত বছরের ৩১ ডিসেম্বর এই ঘটনায় ২৯ জনকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশের তদন্তকারী সংস্থা সিআইডি। ৮ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী হওয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন প্রাপ্তী সাপেক্ষে তাদের বিরুদ্ধে সম্পূরক অভিযোগ পত্র দাখিল করা হবে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে বলে জানায় সিআইডির এসপি। এ ঘটনায় পুলিশের করা মামলার তদন্ত করে সি আই ডি। বিদ্যুতের স্পার্ক ও মসজিদের অভ্যন্তরে জমে থাকা গ্যাসে ও মসজিদ দায়িত্ব অবহেলার কারণেই এই বিস্ফোরণটি হয়েছে বলে চার্জশীটে উল্লেখ্য করেন সিআইডি।
গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সদর উপজেলার পশ্চিম তল্লার এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ইবাদাতরত ৩৭ জন মুসল্লি ও ০১ জন পথচারী অগ্নিদগ্ধ হয়। তার মধ্যে ৩৪ জন চিকিৎসাধীন থাকাবস্থায় মারা যান।
বাকি ৪ জন এখনো নিজ বাড়িতে চিকিৎসারত আছেন।